রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪২ লুসাই ও ত্রিপুরা পরিবারকে সহায়তা দিয়েছে বিজিবির খাগড়াছড়ি সেক্টর। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে সাজেক রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটি সেন্টারের সামনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে গৃহস্থালি জিনিসপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বিজিবির ৫৪ বাঘাইহাট ব্যাটালিয়ন ও ২৭ মারিশ্যা জোন যৌথভাবে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করে। এ সময় খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম, ২৭ মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এবং ৫৪ বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী উপস্থিত ছিলেন।
সেক্টর কমান্ডার জানান, সাজেকে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোই এই সহায়তার উদ্দেশ্য। আগামীতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
Social Plugin