নাটোরের লালপুরে বাবার ইঞ্জিনচালিত ট্রলির চাকার নিচে পড়ে মুরসালিন হোসেন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলার কাজিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরসালিন ওই গ্রামের পিন্টু মণ্ডলের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বাবার ট্রলির শব্দ শুনে মুরসালিন বাড়ির সামনে আসার সময় দুর্ঘটনার শিকার হয়। গুরুতর আহত অবস্থায় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। লালপুর থানার ওসি নাজমুল হক জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Social Plugin