ব্রিজের রড চুরির অভিযোগে বিএনপির তিন নেতা বহিষ্কার।

  



পিরোজপুরের নাজিরপুরে ব্রিজের ছাউনি ভেঙে রড চুরির অভিযোগে বিএনপির তিন নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে জেলা বিএনপির সদস্যসচিব গাজী অহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

  

বহিষ্কৃত নেতারা হলেন:  

- উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন  

- মাটিভাঙ্গা ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. হেদায়েত খান  

- একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম  


ঘটনার বিবরণ 

সোমবার গভীর রাতে মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামে একটি ব্রিজের ছাউনির ঢালাই ভেঙে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের লোহার রড চুরি করা হয়। স্থানীয়রা বাধা দিলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে রড নিয়ে যায়। এ ঘটনায় ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম হেকমত থানায় অভিযোগ দায়ের করেন।  


বিএনপির পদক্ষেপ  

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।  


অভিযুক্তদের বক্তব্য  

সরদার সাফায়েত হোসেন শাহীন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন।  


  

এলজিইডি প্রকৌশলী মো. মাহমুদুল হাসান জানান, এক বছর আগে এডিবির আওতায় ব্রিজের ছাউনি ঢালাই করা হয়। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।