চুয়াডাঙ্গায় টিসিবি ও ভিজিএফের কার্ড বিতরণ নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা নিহত।

 


চুয়াডাঙ্গায় টিসিবি ও ভিজিএফের কার্ড বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭-৮ জন আহত হয়েছেন।  


ঘটনার বিবরণ

শনিবার সকাল ১১টার দিকে তিতুদহ ইউনিয়ন পরিষদে টিসিবি ও ভিজিএফের কার্ড বিতরণ নিয়ে আলোচনা চলাকালীন দুই পক্ষের মধ্যে বিরোধ বাধে। এসময় এক পক্ষ ধারালো অস্ত্র নিয়ে রফিক ও তার সমর্থকদের ওপর হামলা চালায়। সংঘর্ষে রফিক ঘটনাস্থলেই নিহত হন।  

জেলার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংঘর্ষের মূল কারণ উদঘাটনে পুলিশ ও ডিবি টিম কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।   

দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত বলেন, দলীয় মতভেদ থাকলেও হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।