দেশের প্রখ্যাত ১৫১ জন আলেম ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সোমবার (১০ মার্চ) এক বিবৃতিতে তারা ধর্ষণকে মানবতার বিরুদ্ধে চরম আঘাত এবং সমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র বলে উল্লেখ করেন।
আলেমরা বলেন, ধর্ষণ শুধু অপরাধই নয়, এটি ইসলামের দৃষ্টিতে জঘন্যতম অপরাধ, যা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। তারা সাম্প্রতিক সময়ে নারী ও শিশু ধর্ষণের ঘটনাগুলোকে সমাজের নৈতিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হিসেবে উল্লেখ করেন। লক্ষ্মীপুরে ১৬ বছরের কিশোরী বিচার না পেয়ে আত্মহত্যা এবং মাগুরায় ৮ বছরের শিশুর নির্মম ধর্ষণের ঘটনাকে তারা মানবতার বিরুদ্ধে চরম আঘাত বলে অভিহিত করেন।
বিবৃতিতে আলেমরা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, শুধু শাস্তিই যথেষ্ট নয়, পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখাও জরুরি।
এছাড়া, তারা পশ্চিমা অপসংস্কৃতির বিস্তার এবং সম্প্রতি ওসমানী স্মৃতি মিলনায়তনে রূপান্তরকামী ব্যক্তিকে নারী পুরস্কার প্রদানকে নারীদের মর্যাদা হরণ ও সামাজিক মূল্যবোধের অবমাননা বলে উল্লেখ করেন।
বিবৃতিতে স্বাক্ষরকারী আলেমদের মধ্যে রয়েছেন আল্লামা সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, শায়েখ আহমাদুল্লাহ, ড. এবিএম হিজবুল্লাহ, মুফতি মুহা কাজী ইব্রাহীম প্রমুখ।
Social Plugin