পুলিশের হটলাইনে এক রাতে ১০৩ নারীর অভিযোগ।




নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সের হটলাইনে এক রাতেই ১০৩টি অভিযোগ এসেছে। গতকাল সোমবার (১০ মার্চ) বিকেল ৪টা থেকে চালু হওয়া এই হটলাইনে অভিযোগ গ্রহণ করা হয়।  


মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত গৃহীত অভিযোগগুলোর মধ্যে ৬২টি অপ্রাসঙ্গিক ছিল। এসব অভিযোগে টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের তথ্য চাওয়ার মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল।  


পুলিশ জানায়, প্রাসঙ্গিক অভিযোগগুলোর ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় ক্ষেত্রে থানার অফিসারদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অন্যদিকে, যেসব অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি, সেগুলোর জন্য আইনগত পরামর্শ দেওয়া হয়েছে।  


পুলিশের পক্ষ থেকে হটলাইন নম্বরগুলোতে (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) অপ্রাসঙ্গিক অভিযোগ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।