হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু সায়ান গাজীপুরে উদ্ধার।


ঠাকুরগাঁও সদর হাসপাতাল


থেকে চুরি যাওয়া আড়াই মাসের শিশু সায়ানকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে শিশুটিকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

তিনি জানান, শিশুটি হারিয়ে যাওয়ার পর থেকেই প্রশাসন সক্রিয় ছিল। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি ও সমন্বয়ের মাধ্যমে গাজীপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় তিন থেকে চারজনকে আটক করা হয়েছে বলে জানালেও তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

প্রসঙ্গত, নিউমোনিয়ায় আক্রান্ত সায়ানকে ৯ মার্চ ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ১০ মার্চ দুপুরে এক অচেনা নারী সায়ানের পরিবারের সঙ্গে সময় কাটান এবং সন্ধ্যায় সায়ানের মা হাসি বেগম টয়লেটে গেলে সেই সুযোগে শিশুটিকে নিয়ে পালিয়ে যান।

সাম্প্রতিক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।