গাজীপুরের কালীগঞ্জে মসজিদে হুজুরের বয়ান নিয়ে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের ছাড়িয়ে নিতে ছাত্রদলের নেতাকর্মীরা থানা ঘেরাও করেছেন।
গতকাল শনিবার (১৫ মার্চ) ইফতারের আগে কালীগঞ্জ পৌর এলাকার চৈতারপাড়ায় সুদ ও ঘুষ হারাম বিষয়ে মসজিদে হুজুরের বয়ান নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে ছাত্রদল নেতা আবুল হোসেন প্রিন্স প্রতিপক্ষকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
আজ রবিবার (১৬ মার্চ) ভোররাতে পুলিশ প্রিন্সসহ ৫ জনকে আটক করে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে আটকদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।
Social Plugin