নারী হাজতখানায় শ্রমিক লীগ নেতা তুফান, তদন্তে পুলিশ।

 



বগুড়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী হাজতখানায় পুরুষ আসামি তুফান সরকারকে রাখার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের সহযোগিতায় তাকে সেখানে রাখা হয় বলে জানা গেছে।

সোমবার (৩ মার্চ) বিদ্যুৎ আদালতের মামলায় হাজিরা দিতে গিয়ে কোর্টের নারী কাস্টডিতে তুফান সরকারকে রাখা হয়। সেখানে তার স্ত্রী, শাশুড়ি ও এক আইনজীবীর সহকারীও উপস্থিত ছিলেন।

ঘটনাটি জানাজানি হলে আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তুফান সরকারের স্ত্রী, শাশুড়ি ও ওই আইনজীবী সহকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, নারী হাজতখানায় পুরুষ আসামিকে রাখার ঘটনা স্পষ্টতই পুলিশের গাফিলতি। তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৭ সালে বগুড়ায় এক কলেজছাত্রীকে ধর্ষণ এবং পরে নির্যাতনের ঘটনায় দেশজুড়ে আলোচনায় আসেন তুফান সরকার। বর্তমানে তিনি হত্যা মামলায় কারাগারে রয়েছেন।