সংস্কার প্রসঙ্গে টিকচিহ্নে মতামত দিতে অনীহা রাজনৈতিক দলগুলোর।

 



জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার সংক্রান্ত ১৬৬টি সুপারিশে টিকচিহ্ন দিয়ে মতামত জানাতে অনীহা দেখিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। গত ৬ মার্চ পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে মতামত চাওয়া হলেও বৃহস্পতিবার (১৩ মার্চ) সময়সীমা শেষ হওয়া পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বিএনপির মিত্র ১২ দলীয় জোট ও বাম জোটসহ বেশ কয়েকটি দল মতামত জমা দেয়নি।  


বিএনপি জানিয়েছে, তারা সংস্কারের বিষয়ে বিস্তারিত মতামত পরে জানাবে। অন্যদিকে, জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ কিছু দল আরও সময় চেয়েছে।  


জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে ‘একমত’, ‘একমত নই’ ও ‘আংশিকভাবে একমত’— এই তিনটি বিকল্প রাখা হয়েছে। এছাড়া সময় ও বাস্তবায়নের ক্ষেত্রে ছয়টি বিকল্প দেওয়া হয়েছে।  


ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছালেই জাতীয় সনদ তৈরি হবে, যা নির্বাচনী রোডম্যাপ ঘোষণার ভিত্তি হবে। এছাড়া নাগরিকদের মতামত নেওয়ারও পরিকল্পনা রয়েছে।