চট্টগ্রামে ছাত্রলীগের দুই নেতা ২ দিনের রিমান্ডে।


 


চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের দুই নেতা ইমরান আলী মাসুদ ও মনসুর আলীকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ সাত দিনের রিমান্ড চেয়েছিল।  


২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকা থেকে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।  


ইমরান আলী মাসুদ নগরীর ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের এয়াকুব আলীর ছেলে এবং মনসুর আলী হাটহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মনসুর ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।