যশোরের চৌগাছায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ছেলে রিমমের হাতে পিতা শরিফুল ইসলাম (৪২) খুন হয়েছেন। শনিবার (৮ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাতিবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলে পলাতক রয়েছে।
ঘটনার পটভূমি
রিমমের প্রথম বিয়ের তিন মাস পর স্ত্রীর সঙ্গে তালাক হয়। পরে সৎমা তার বোনের মেয়ে সাদিয়ার সঙ্গে রিমমের বিয়ে দেন। তবে বিয়ের পর থেকেই পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়। শুক্রবার রাতে রিমমের সঙ্গে পিতা ও সৎমায়ের ঝগড়া হয়। এরপর রাতের খাবার না খেয়ে রিমম ঘুমিয়ে পড়ে।
ভোর সাড়ে ৪টায় রিমম ধারালো দা নিয়ে পিতার ঘরে প্রবেশ করে এবং ঘুমন্ত অবস্থায় তাকে কোপাতে থাকে। আহত শরিফুলকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Social Plugin