ভাইরাল তরমুজ বিক্রেতা রনির আত্মহত্যার হুমকি, শামীমের প্রতিক্রিয়া।



রাজধানীর কারওয়ান বাজারের তরমুজ বি
ক্রেতা রনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নতুন এক বিড়ম্বনায় পড়েছেন। তার দোকানে ক্রেতাদের চেয়ে উৎসুক মানুষের ভিড় জমায় তরমুজ বিক্রি ব্যাহত হচ্ছে। প্রায় দেড় লাখ টাকার তরমুজ অবিক্রিত থেকে যাওয়ায় তিনি আত্মহত্যার হুমকি দিয়েছেন।  


অভিনেতা শামীম হাসান সরকার ফেসবুকে রনির অবস্থা নিয়ে লিখেছেন, “তরমুজ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার কামাইলো, অপরদিকে ঐ তরমুজ ব্যবসায়ী নিজের তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছে।” তিনি আরও লিখেছেন, “ভাইরাল হওয়ার লোডই আলাদা! লোকটার জন্য মায়াই লাগতেসে। ঐ কিরে? ব্যবসা করতে দেন ওনারে!”  


রনি বলেন, “আমারে এরকম বিরক্ত করলে আমি গলায় ছুরি দিমু নয়তো ২৪ তলা থেকে পড়ে আত্মহত্যা করমু ভাই। আমার দেড় লাখ টাকার মাল পচে যাচ্ছে। আমি বিক্রি করতে পারতেছি না।”