বাম সংগঠনগুলোর কর্মসূচি স্থগিত: বিশৃঙ্খলার আশঙ্কায়।




আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশের সামগ্রিক নিরাপত্তা বিবেচনায় পূর্ব-ঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করেছে বাম ছাত্র সংগঠনগুলো। শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।  


বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির কারণে গণমিছিল স্থগিত করা হয়েছে। তবে নারী নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াই অব্যাহত থাকবে।  


সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৭ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে:  

- আছিয়াসহ সকল হত্যা, ধর্ষণ ও নিপীড়নের বিচার।  

- জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার।  

- মসজিদ, মন্দির ও মাজারে হামলাকারীদের বিচার।  

- চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী হত্যার বিচার।  

- হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলার বিচার।  

 

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, গোয়েন্দা সংস্থার চাপ সত্ত্বেও তাদের আন্দোলন থেমে থাকবে না। তিনি জুলাই-আগস্ট হত্যাকাণ্ডসহ সকল হত্যার বিচার দাবি করেন।  


ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ মিনারে যেতে পুলিশের বাধার মুখে পড়েন। তাদের আল্টিমেটামের পরিপ্রেক্ষিতে বাম সংগঠনগুলো কর্মসূচি স্থগিত করে।  


এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।