আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন গ্রেফতার, ১০ দিনের রিমান্ডে।



মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু জুনুনী ও তার ৫ সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল সোমবার (১৭ মার্চ) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের আটক করা হয়। আজ মঙ্গলবার (১৮ মার্চ) আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে।  


গ্রেফতারকালে নগদ ২১ লাখ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় নাশকতাসহ নানা অপরাধের পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে নাশকতার দুটি মামলা দায়ের করা হয়েছে।  


এই ঘটনায় দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তা উঠে এসেছে।