পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত




পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি সেনানিবাসে জোড়া আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। বুধবার (৫ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।  


ঘটনার বিবরণ 

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় রোজা ভাঙার সময় দু’টি বিস্ফোরকভর্তি গাড়ি সেনানিবাসে প্রবেশ করে এবং বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় নিকটবর্তী একটি মসজিদ ও বাড়ির ছাদ ভেঙে পড়ে। নিহতদের মধ্যে সাতজন শিশু এবং ১০ জন সেনা সদস্য রয়েছেন।  


জঙ্গিদের হামলা ও প্রতিরোধ  

আত্মঘাতী হামলার পর ১২ জন জঙ্গি সেনানিবাসে হামলা চালানোর চেষ্টা করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ছয় জঙ্গি নিহত হয়।  


ক্ষয়ক্ষতি  

বিস্ফোরণে দুটি চার ফুট লম্বা গর্ত তৈরি হয় এবং কমপক্ষে আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।  


দায় স্বীকার  

আফগানিস্তানভিত্তিক নিষিদ্ধ টিটিপির হাফিজ গুল বাহাদুর (এইচজিবি) গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।