‘কারাগারে বসে লিখব জুলাইয়ের ইতিহাস’




জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস নিয়ে বই লিখেছেন অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ‘জুলাই : মাতৃভূমি অথবা মৃত্যু’ শিরোনামের বইটির ভূমিকা লিখেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।  


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা সালাউদ্দিন আম্মার ফেসবুকে বইটি নিয়ে মন্তব্য করে লিখেছেন, তিনি জুলাইয়ের ইতিহাস লিখবেন যখন ইতিহাসের জায়গা নিয়ে কেউ কামড়াকামড়ি করবে না এবং জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা কারাগারে সাজাভোগ করবেন। তিনি বলেন, “আমি কারাগারে বসে লিখব জুলাইয়ের ইতিহাস। ইতিহাস এত সহজ নয়।”