১১২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী কামালসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা।

  



মালয়েশিয়ায় জনশক্তি রফতানিতে সরকার নির্ধারিত অর্থের চেয়ে পাঁচ গুণ বেশি টাকা আদায় করে ১ হাজার ১২৮ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। মামলায় সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীসহ ১২টি রিক্রুটিং এজেন্সির ৩০ মালিক ও কর্মকর্তাকে আসামি করা হয়েছে।  


মঙ্গলবার (১১ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগে বলা হয়েছে, আসামিরা সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ৬৭ হাজার ৩৮০ জন প্রবাসী থেকে অতিরিক্ত পাঁচ গুণ অর্থ আদায় করে আত্মসাৎ করেছেন।  


আসামিদের মধ্যে সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল, তার স্ত্রী কাশমিরি কামাল, মেয়ে নাফিসা কামাল, সাবেক এমপি নিজাম হাজারী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদউদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদসহ বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মালিক ও কর্মকর্তারা রয়েছেন।  


দুদকের অভিযোগে বলা হয়েছে, আসামিরা সরকারি ক্ষমতার অপব্যবহার করে শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত অর্থ আদায় করেছেন। এজেন্সিগুলো পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য ফি’র নামে অতিরিক্ত অর্থ নিয়েছে।