জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ (৩ মার্চ, ২০২৫) বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভ্যাট অব্যাহতির ঘোষণা দিয়েছে। এর ফলে এসব পণ্যের দাম কমতে পারে।
যেসব পণ্যে ভ্যাট অব্যাহতি
খাদ্যপণ্য: আটা, ময়দা, সুজি, গুঁড়া মরিচ, ধনে, হলুদ, আদা, ডাল ও ডালজাতীয় খাদ্যশস্য।
তেল: রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল, সূর্যমুখী তেল, চালের কুঁড়ার তেল, শর্ষে তেল (সময়সীমাহীন)।
অন্যান্য: বিস্কুট, লবণ।
এলপি গ্যাস ও প্রাকৃতিক গ্যাসে শর্তযুক্ত ভ্যাট অব্যাহতি
ব্যবসায়ী পর্যায়ে এলপি গ্যাস ও প্রাকৃতিক গ্যাসে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আমদানি করে নিজেরাই বিক্রি করে এমন প্রতিষ্ঠান এই সুবিধা পাবে না।
জাতীয় রাজস্ব বোর্ডের এই সিদ্ধান্ত ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
Social Plugin