মস্কো-কিয়েভ যুদ্ধবিরতির বিষয়ে শিগগিরই কথা বলবেন ট্রাম্প-পুতিন।

 



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন। রোববার (১৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান মধ্যস্থতাকারী মার্কিন কর্মকর্তা স্টিভ উইটকফ।  


স্টিভ উইটকফ জানান, যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেনের দাবি-দাওয়া শুনে শান্তিচুক্তির খসড়া প্রস্তুত করছে। গত সপ্তাহে ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের ভূখণ্ড নিয়ে কী করা হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট জবাব দেননি তিনি।  


স্টিভ উইটকফ গত বৃহস্পতিবার পুতিনের সঙ্গে তিন থেকে চার ঘণ্টা আলোচনা করেছেন এবং এ বৈঠককে ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেন। ট্রাম্পও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, যুদ্ধের অবসানের সম্ভাবনা উজ্জ্বল।