৯৫ দিন পর প্রশান্ত মহাসাগর থেকে জেলে উদ্ধার।




পেরুর ৬১ বছর বয়সী জেলে ম্যাক্সিমো নাপা কাস্ত্রোকে প্রশান্ত মহাসাগরে ৯৫ দিন আটকে থাকার পর উদ্ধার করা হয়েছে। গত ৭ ডিসেম্বর তিনি দুই সপ্তাহের রসদ নিয়ে মাছ ধরতে সাগরে যান, কিন্তু প্রবল ঝোড়ো হাওয়ায় পথ হারিয়ে ফেলেন।  


গত ১১ মার্চ ইকুয়েডরের একটি মাছ ধরার নৌকা তাকে পেরুর উপকূল থেকে প্রায় ৬৮০ মাইল দূরে উদ্ধার করে। উদ্ধারের সময় তিনি মারাত্মক পানিশূন্য ও সংকটাপন্ন অবস্থায় ছিলেন।  


নাপার মেয়ে ইনেস নাপা তোরেস ফেসবুকে লিখেছিলেন, পরিবার তার খোঁজে তিন মাস ধরে চেষ্টা চালিয়েছে। পেরুর সামুদ্রিক টহল দলও তাকে খুঁজতে ব্যর্থ হয়।