সৌদিগামী ছেলেকে বিদায় জানাতে এসে চিরবিদায় নিলেন বাবা।

 


 সৌদি আরব যাওয়ার আগে ছেলেকে বিদায় জানাতে এসে চিরবিদায় নিলেন পিরোজপুরের বাসিন্দা শহিদুল ইসলাম মিরন। রাজধানীর শাহজাদপুরের বাশতলা এলাকায় একটি বহুতল ভবনের রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে তিনি নিহত হন।


ঘটনাটি ঘটে গত ৩ মার্চ সোমবার। শহিদুল ইসলাম মিরন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি তার ছেলে মুনিম জোমাদ্দার ও শ্যালক মো. হিরন তালুকদারকে নিয়ে শাহজাদপুরের আবাসিক হোটেল সৌদিয়ায় উঠেছিলেন। ছেলে ও শ্যালক কাজের জন্য বাইরে যাওয়ার কিছুক্ষণ পরই ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


আগুনের সময় শহিদুল ইসলাম মিরন ছেলেকে ফোন করে জানান, চারদিকে ধোঁয়ায় অন্ধকার, তিনি কিছু দেখতে পাচ্ছেন না। এটাই ছিল তাদের শেষ কথা। পরে ছেলে ও শ্যালক জানতে পারেন, বাবা অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন।


আজ মঙ্গলবার শহিদুল ইসলাম মিরনের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।