জুলাই গণঅভ্যুত্থানের নতুন প্ল্যাটফর্ম আসছে, ঘোষণা জুনায়েদের।

 


জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ঢাবি ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ চলতি বছরের এপ্রিল মাসে জুলাই গণঅভ্যুত্থানের নতুন প্ল্যাটফর্ম নিয়ে আসার ঘোষণা দিয়েছেন। রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।  


জুনায়েদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে সবার সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।  


উল্লেখ্য, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়া হলেও জুনায়েদ ওই দলে না থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন।