জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ঢাবি ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ চলতি বছরের এপ্রিল মাসে জুলাই গণঅভ্যুত্থানের নতুন প্ল্যাটফর্ম নিয়ে আসার ঘোষণা দিয়েছেন। রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।
জুনায়েদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে সবার সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়া হলেও জুনায়েদ ওই দলে না থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন।
Social Plugin