স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা: বুকে লিখে রাখেন ‘সরি জান, আই লাভ ইউ’।

  


 সাতক্ষীরার সদর উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় স্বামীকে হত্যার পর স্ত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার ভোররাতে ঝাউডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের এক ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন আবুল কালাম আজাদ (৪৫) ও তার দ্বিতীয় স্ত্রী নাজমিন (৩০)। পারিবারিক দ্বন্দ্বের জেরে নাজমিন প্রথমে স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তার বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে নিজেও ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

চিরকুটে নাজমিন লিখে গেছেন, “আমি সব কিছু শেষ করে দিলাম। আমি ২টা ৩১ মিনিটে মারছি, এবার আমিও মরছি। একা হলেও বাঁচব না, কারণ শারমিন ও তার পরিবার আমাকে শেষ করে দেবে। তাই আমরা দুইজন মরে গেলাম। এবার তোমরা সংসার কর ভালো করে।”

সাতক্ষীরা সদর থানার ওসি শামিমুল হক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বই এ ঘটনার মূল কারণ।