ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম নতুন ছাত্র সংগঠনকে শুভকামনা জানালেন।

 


ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর আত্মপ্রকাশকে শুভকামনা জানিয়েছেন। তবে তিনি কমিটিতে পদ নিয়ে হট্টগোল ও মারামারির ঘটনাকে সমালোচনা করেছেন।  


বুধবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে জাহিদুল ইসলাম বলেন, "কিছু ব্যক্তির অদূরদর্শী আচরণের কারণে জুলাই আন্দোলনের সার্বজনীন প্ল্যাটফর্ম বিতর্কিত হয়েছে। নতুন সংগঠন ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।"  


সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তবে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনায় মিশু আলি (২৪) ও আকিব আল হাসান (২৩) নামে দুই শিক্ষার্থী আহত হন।  


জাহিদুল ইসলাম তার পোস্টে আরও বলেন, "৩৬ জুলাই সবার। আগামী দিনের রাজনীতি হোক স্বার্থের ঊর্ধ্বে উদারতার পরিচয়ে। দেশটা হোক 'সবার বাংলাদেশ'।"